ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

র‌্যাগিংয়ের কারণে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার চেষ্টা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২
র‌্যাগিংয়ের কারণে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার চেষ্টা

কলকাতা: সিনিয়ার ভাইদের র্যাগিং সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেন কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।

এই ঘটনায় ত্রিপুরার বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্র সাজ্জাদ দেওয়ান গুরুতর আহত হয়েছেন।



হিন্দু হোস্টেলে বসবাসরত সাজ্জাদ দেওয়ানের অভিযোগ, সিনিয়র ছাত্ররা তার ওপর মানসিক অত্যাচার চালান। তা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে যান তিনি।

হোস্টেলেরই কাঁচের দরজায় আঘাত করে তিনি মারাত্মক আহত হন। এ বিষয়ে জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে এ ঘটনায় অভিযোগের তীর এসএফআই’র দিকে। বিশ্ববিদ্যালয়ের অপর ছাত্র সংগঠন আইসি’র অভিযোগ, এসএফআই’র ছাত্ররা ওই ছাত্রের উপর মানসিক অত্যাচার চালাতেন।

যদিও এসএফআই’র পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।