আগরতলা (ত্রিপুরা): ঘন কুয়াশার চাদরে ঢাকা আগরতলাসহ ত্রিপুরা রাজ্যের বেশির ভাগ এলাকা। গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে শীতের পাশাপাশি ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে।
বুধবার (৯ ডিসেম্বর) আগরতলা শহরজুড়ে ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহন বাতি জ্বালিয়ে চলাচল করছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুসারে স্থানীয় সময় সকাল ১০টার পর সূর্যের দেখা পাওয়া যাবে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত সকাল ও বিকেলে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে কমতে থাকবে তাপমাত্রার পারদও।
এদিকে শীত ও ঘন কুয়াশার কারণে মানুষের জীবন যাত্রায় ব্যাপক প্রভাব পড়ছে। এ সময় বাড়ির বাইরে স্বাভাবিকের তুলনায় অনেক কম লোকজনকে দেখা যাচ্ছে। কুয়াশার কারণে যানবাহন ও ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটছে।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসসিএন/আরবি