কলকাতা: ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ কলকাতার নেতাজিনগর কলেজে। ব্যাপক সংর্ঘষের জেরে কলেজটির অধ্যক্ষ ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিন কলেজ খোলার পর ভোটদান পর্ব শুরু হলে এসএফআই অভিযোগ করে, বহিরাগতদের নিয়ে এসে ভোট করাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের অভিযোগ, ভোটদানে বাধা দিচ্ছে এসএফআই।
টিএমসিপি ও এসএফআই’র মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে আহত হয়েছেন ৫ জন। দু’পক্ষের পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আর ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে কলেজের নির্বাচনকে স্থগিত করে দেওয়া হয়।
এসএফআই’র কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে টিএমসিপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে স্থানীয় একটি সিপিএম কার্যালয়ে। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন এক সিপিএম নেতা। ছাত্র সংঘর্ষের ঘটনায় কলেজের এক অধ্যাপিকাও অসুস্থ হয়ে পড়েছেন।
টিএমসিপির অভিযোগ, দীর্ঘদিন এই কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া এসএফআই এবারও জোর করে ক্ষমতা দখলে মরিয়া। ফলে এদিন সকালে এসএফআই এর পক্ষ থেকে বেশ কিছু ছাত্রকে ভোট দিতে বাধা দেওয়া হয়। টিএমসিপির বেশ কয়েকজন সমর্থককে মারধোরও করা হয়।
অন্যদিকে এসএফআই এর পক্ষ থেকে জানানো হয়, ভোট বানচাল করার উদ্দেশ্যেই টিএমসিপি প্রথমে এসএফআই সমর্থকদের উপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে সংর্ঘষে ৫জন আহত হন। তাদেরকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে এই সংর্ঘষে খবর পেয়ে বিশাল সংখ্যক পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছায়। নামানো হয় র্যাপিড এ্যাকশান র্ফোস।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২