কলকাতা: দাপট কিছুটা কমলেও ভারতে বহাল রয়েছে করোনা সংক্রমণ। একদিনে দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৪ হাজার।
তবে মৃত্যুর সংখ্যা অনেকখানি কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫৫ জনের এবং সুস্থ হয়েছেন ৩৩ হাজার ২৯১ জন। সব মিলিয়ে দেশে সুস্থ হয়েছেন ৯৪ লাখ ৮৯ হাজার ৭৪০ জন।
করোনার হাত থেকে রেহাই পেতে ভ্যাকসিনের আশায় বুক বেঁধেছে গোটা দুনিয়া। ভারতেও ভ্যাকসিন তৈরির কাজ চলছে জোরকদমে। তবে কবে নাগাদ ভারতের বাজারে ভ্যাকসিন মিলবে, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজারের থেকে অনেকখানি কমেছে। বাড়ছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ২৯৩ জন। এ নিয়ে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত বাংলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৮ হাজার ২১১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৭৬৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৮৭৭ জন। রাজ্যে সুস্থতার হার ৯৪ দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯ হাজার ১৯১ জন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ভিএস/এইচএডি