ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘আদিবাসী’ মমতা এবার মনিপুরের ভোটে এক্স ফ্যাক্টর।

রক্তিম দাশ, ব্যুরো চিফ, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২
‘আদিবাসী’ মমতা এবার মনিপুরের ভোটে এক্স ফ্যাক্টর।

কলকাতা : আদিবাসীদের সঙ্গে কী মিল আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির? আম বাঙালি তাতে সহমত প্রকাশ না করলেও মনিপুর তৃণমুল কংগ্রেস দলের কাছে মনে হয়েছে রাজ্যে বসবাসকারী সংখ্যাগুরু আদিবাসীদের মত দেখতে তিনি। আর তার এই সৌন্দর্য্য এবারের মনিপুরের বিধানসভা ভোটে হয়ে উঠতে পারে এক্স ফ্যাক্টর, এমনটাই মনে করছে মনিপুর তৃণমুল।



রাজ্যের তৃণমুল সভানেত্রী কিম গ্যাংতে বলেন, ‘আদিবাসী নারীদের চেহারার সঙ্গে মিল রয়েছে আমাদের দলনেত্রীর। শুধু তাই নয়, তার আন্তরিকতাও আদিবাসী নারীদের মত। তিনি সাহসী, সরল এবং সৎ। ’

কিম নিজে মনিপুরের কুকি আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তাই জানেন, উত্তর-পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যটিতে আদিবাসী ভোট কতটা গুরুত্বপূর্ণ।

আর সেকথা মাথায় রেখে মনিপুরের তৃণমুল সভানেত্রী বলেছেন, ‘দিদির এই আদিবাসী চেহারা তুলে ধরে রাজ্য বিধানসভা নির্বাচনে আমরা ভাল ফল করব। ’

তিনি বলেন, ‘বিশ্বাস করুন, এবার ভোটে দিদির এই ফ্যাক্টর দারুণ প্রভাব ফেলেছে। ’

এদিকে বুধবারই ভোটের প্রচারে আসছেন মমতা ব্যানার্জি মনিপুরে। এখানে দু’তিন দিন দলের হয়ে বেশ কয়েকটি জনসভা করবেন তিনি।

বিগত বিধানসভায় এই রাজ্যে একজন বিধায়ক ছিলেন তৃণমুলের। এবার তারা ৬০টি আসনের মধ্যে ৪৭টিতে লড়াই করছেন। কিমের দাবি, তারা ১৫ থেকে ২১টি আসন পাবেন।

এবারের ভোটে তাদের স্লোগান, পরিবর্তন, শান্তি ও তৃণমুলস্তরে উন্নয়ন। ইউপিএ-২ এর জোট সঙ্গী কংগ্রেসের বিরুদ্ধে এবার মনিপুরে সরাসরি লড়াইয়ের আসরে তৃণমুল।

বাংলাদেশ সময় : ১২১৫ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।