আগরতলা (ত্রিপুরা): ভারতের চারটি রাজ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১৩ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক।
এসংক্রান্ত ‘উত্তর-পূর্ব গ্রামীণ জীবিকা প্রকল্প’ নামের নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের।
শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের চারটি রাজ্যের আটটি জেলার জন্য এই প্রকল্প তৈরি হয়েছে। এর জন্য ১৩ কোটি মার্কিন ডলার দেওয়া সংস্থাটি।
যে চারটি রাজ্যের নাম এর জন্য ঠিক হয়েছে সেগুলি হল ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিম। প্রতিটি রাজ্যের দুটি করে জেলা এ প্রকল্পের আওতায় থাকবে। সব মিলিয়ে তিন লাখ দরিদ্র পরিবার উপকৃত হবে এ থেকে। এ অঞ্চলের পিছিয়ে পড়া গ্রামীণ সমাজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে নেওয়া হয়েছে এ প্রকল্প।
উত্তর-পূর্ব ভারত প্রাকৃতিক ও মানব সম্পদে ভরপুর। তারপরও এ অঞ্চল রয়েছে পিছিয়ে। এর প্রধান কারণ দারিদ্র, শিক্ষার অভাব। কর্ম সংস্থান সৃষ্টি করে দেশের এ অঞ্চলকে এগিয়ে নিয়ে যাবার একটা চেষ্টা শুরু হচ্ছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার এ প্রকল্পের বিষয়ে কাগজপত্র এসে পৌঁছায় রাজ্যে।
গ্রামের গরীব মানুষ, বিশেষত নারী ও বেকার তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি, ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এ প্রকল্পে। সামাজিক-আর্থিক ক্ষমতায়ন এবং সরকারি ও বেসরকারি সংস্থার অংশীদারিত্বে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এ প্রকল্পে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২০১২