ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনিপুরেও পরিবর্তনের ডাক মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২
মনিপুরেও পরিবর্তনের ডাক মমতার

কলকাতা : পশ্চিমবঙ্গের পর এবার ভারতের উত্তর-পূর্বের রাজ্য মনিপুরেও পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

বুধবার মনিপুর বিধানসভার নির্বাচনে মনিপুরের রাজধানী ইম্ফলে দলীয় প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারে এসে এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাদে তৃণমূলের নেতৃত্ব যেমন পরিবর্তন ঘটেছে এখানেও এই বিধানসভা নির্বাচন থেকেই পরিবর্তন ঘটাতে হবে।

রাজ্যে তৃণমূলের নেতৃত্বে সরকার গড়ে ওঠবে। ’

তিনি বলেন, ‘তৃণমূল ক্ষমতায় এলে রাজ্যে শান্তি ফিরবে ও উন্নয়ন ঘটবে। আর তৃণমূলের পক্ষ থেকে রাজ্য থেকে আফস্ফা (বিশেষ নিরাপত্তা আইন) প্রত্যাহারের চেষ্টা চালানো হবে। ’

তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পরই জঙ্গলমহলসহ বিভিন্ন জায়গার সমস্যা মিটেছে। এখানে তৃণমূল ক্ষমতায় এলে এখানকার সমস্যাও মিটবে।

এদিকে, এদিন দুপুরেই কলকাতা থেকে মমতা ব্যানার্জি ইম্ফল পৌঁছান। বিমানবন্দর থেকে আফস্ফা প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে অনশন চালানো মানব‍াধিকারকর্মী শর্মিলা চানুর সঙ্গে দেখা করতে যান তিনি।

তৃণমূল নেত্রীর এই জনসভাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। জনসভায় ভাষণ দিয়ে বুধবারই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

আসন্ন ভারতের ৫টি রাজ্যের নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হলেও শুধুমাত্র মনিপুরেই প্রচারে সামিল হলেন মমতা ব্যানার্জি।

রাজনৈতিক মহলের ধারণা, এই রাজ্যেই তৃণমূল কংগ্রেসের ফল ভাল হওয়ার সম্ভাবনা।

রাজ্যের ৬০টি আসনের মধ্যে তৃণমূল ৪৭টি আসনে প্রার্থী দিয়েছে। দলের প্রার্থী তালিকায়ও রয়েছে চমক। বিভিন্ন দলের সাত জন বর্তমান বিধায়ক এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন।

এছাড়া সাবেক সাত মন্ত্রী ও একজন ডেপুটি স্পিকারও তৃণমূলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

বাংলাদেশ সময় : ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।