ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবি সিপিএমের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

কলকাতা : পরিবহন কর্মীর আত্মহত্যার ঘটনায় রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্রর ইস্তফা দাবি করলেন সিপিএমের শ্রমিক নেতা ও সাবেক পরিবহনমন্ত্রী শ্যামল চক্রবর্তী।

বৃহস্পতিবার পরিবহন ক্ষেত্রে সরকারের ভর্তুকি বন্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী।



পরিবহন কর্মীর আত্মহত্যার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ আরো জোরদার করেছে সিপিএম।

শ্যামল চক্রবর্তী বলেন, ভর্তুকি বন্ধের কথা না বলে সরকার বরং পরিবহন সংস্থাগুলোকে লাভজনক করার পদক্ষেপ নিক।
তিনি পরিবহন মন্ত্রীর ইস্তফার দাবি তোলেন।

শ্যামল চক্রবর্তীর তার বক্তব্য, সরকারের উচিত অবিলম্বে আত্মঘাতী পরিবহন কর্মীর স্ত্রী বা পরিবারের অন্য কোনো সদস্যকে চাকরি দেওয়া।

সরকার পরিবহন খাতে ভর্তুকি বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তারও তীব্র প্রতিবাদ করেন তিনি।

তার মতে, সরকার যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, তাতে পরিবহন সংস্থাগুলো আরো রুগ্ন হয়ে যাবে। এই পরিস্থিতিতে সরকার ভর্তুকি বন্ধের কথা না বলে পরিবহন সংস্থাগুলোকে লাভজনক করার পদক্ষেপ নিক বলে দাবি তোলেন তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতার মেট্রোচ্যানেলে এক ধিক্কার মিছিলে সামিল হয়ে একই অভিযোগই তুলল পরিবহন সংগঠনগুলো।

বাংলাদেশ সময় : ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।