ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে আগুন নেভাতে গিয়ে দমকলকর্মী নিহত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

কলকাতা: আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের এক দমকলকমী। মৃত ব্যক্তির নাম মানিক সাহা।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকায়।

দমকল সূত্রের খবর, শনিবার রাত নয়টা নাগাদ বালুরঘাট বাসস্ট্যান্ডের কাছে একটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ছুটে যায়।

দরজা ভাঙার সময় পা পিছলে নিচে পড়ে যান মানিক সাহা। মাথায় গুরুতর চোট পেলে হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানেই মারা যান তিনি।

এদিকে দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনতে না পারায় পড়ে বিএসএফের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আসে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।