ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমুল ও কংগ্রেসের ছাত্রদের সংর্ঘষে আহত ৫

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বীরভূম জেলার সাঁইথিয়ার অভেদানন্দ কলেজে। তৃণমূল ছাত্র সংগঠন (টিএমসিপি) ও কংগ্রেস ছাত্র সংগঠনের (সিপি) মধ্যে সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিন ছাত্র পরিষদ ও ২ জন টিএমসিপি’র সদস্য বলে উভয় পক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে।

শনিবার সরস্বতী পূজাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। ওই দিন রাত ৯টার সময় কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে উভয় পক্ষের ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূলের পক্ষে অভিযোগ করা হয়েছে, সিপি’র সদস্যরা তাদের ৩ সদস্যকে ব্যাপক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সাঁইথিয়া ব্লক হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সিপির তরফে অভিযোগ, তৃণমূল ছাত্র সংগঠনই সিপির সদস্যদের মারধোর করে।

রোববার সকালে প্রকাশ্য সড়কে সিপির সভাপতি সুশোভন মুখার্জির ওপর ধারালো অস্ত্র নিয়ে টিএমসিপি’র সদস্যরা আক্রমণ চালায় বলে অভিযোগ করছে।
 
এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্ত্বরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ চত্ত্বর থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। তবে পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।

বাংলাদেশে সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।