ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে আটক ৫ বাংলাদেশিকে নিয়ে ধূম্রজাল

রক্তিম দাশ, ব্যুরো চিফ, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

কলকাতা: ভারতীয় জলসীমার সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে জেলেদের হাতে আটক ডাকাত সন্দেহে ৫ বাংলাদেশিকে নিয়ে শুরু হয়েছে ধূম্রজাল। তারা আদৌ ডাকাত কী না তা নিয়ে দ্বিধায় রয়েছে প্রশাসন।



রোববার কাকদ্বীপ মহকুমা আদালতে পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৬, ৩৯৭ ধারায় অস্ত্র নিয়ে দলবদ্ধ হওয়া, ডাকাতি ও খুনের পরিকল্পনা, ৩৬৬ ধারায় অপহরণ, ২৫ ও ২৭ ধারায় অস্ত্র আইন এবং ১৪ ধারায় অবৈধভাবে ভারতীয় সীমা লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে।

এদিন আটককৃত ৫ জন আদালতকে জানায়, তারা ডাকাত নয়। প্রত্যেকেই সাধারণ জেলে। তাদের বাংলাদেশি জলডাকাতরা অপহরণ করেছিল। শুক্রবার জলডাকাতরা যখন ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল তখন তারা প্রাণ ভয়ে সমুদ্রে ঝাপ দিয়ে ভারতীয় ট্রলারে ওঠে যায়।

আদালত সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ৩ জনের মাথায় ও হাতে গুরুতর আঘাত থাকায় তাদের চিকিৎসার নির্দেশ দেন বিচারক তাপস মিত্র।

এদিকে রোববার রাত পর্যন্ত ভারতীয় কোস্ট গার্ড অপহৃত ১১ জন জেলে ও ট্রলারটির কোনও সন্ধান করতে পারেনি বলে জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।