ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা সীমান্ত থেকে বাজি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মে ৭, ২০২১
ত্রিপুরা সীমান্ত থেকে বাজি আটক ত্রিপুরা সীমান্ত থেকে বাজি আটক।

আগরতলা (ত্রিপুরা): পাচারকালে ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুরের রাঙামুড়া ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বাজি জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ মে) সিধাই থানার পুলিশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১২০ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা যৌথ ভাবে অভিযান চালিয়ে এই বাজিগুলো জব্দ করে।

সিধাই থানার সাব-ইন্সপেক্টর দাবীদার রিয়াং সংবাদ মাধ্যমকে জানান বাজিগুলি সীমান্তবর্তী এলাকার পরিত্যাক্ত জায়গা থেকে জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ রুপি। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে বাংলাদেশে পাচারের উদ্দ্যেশে নিয়ে আনা হয়ে ছিল। জব্দকৃত সামগ্রী সিধাই থানায় নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ৭, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।