ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ট্রেড ইউনিয়ন অধিকার বাতিল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সাবেক বামফ্রন্ট সরকারের আমলে পাওয়া ট্রেড ইউনিয়ন করার অধিকার বাতিল হতে চলেছে।

১৯৮১ সালে বামফ্রন্টের আমলে এই সার্ভিস রুল পরিবর্তীত হয়।

সংশোধন করে সেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হয়।

নতুন রাজ্য সরকার সেই অধিকারকে বাতিল করতে চাইছে। শ্রমমন্ত্রী পূর্নেন্দু বসু এমন কথাই জানালেন।

তিনি বলেন, সরকারে কাজ করে সরকারের বিরুদ্ধে যাওয়া যাবে না। অনুমতি ছাড়া ধর্মঘট করতে পারবে না কর্মীরা। সংবাদ মাধ্যমকে বিবৃতি দিতে পারবে না এবং মিটিং-মিছিল করতে পারবে না।

তারা কোনো রাজনৈতিক দলের সদস্যও হতে পারবে না বলে জানিয়ে দিলেন পূর্নেন্দু বসু।

তবে, এই গণতান্ত্রিক অধিকার চলে গেলে কর্মীরা তাদের দাবিতে সরব হবেন বলে ট্রেড-ইউনিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই পুলিশকর্মীদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়।

বাংলাদেশ সময় : ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।