কলকাতা: কুলি ও রেল সেবকদের মধ্যে বচসার জেরে বৃহস্পতিবার কর্মবিরতি শুরু হয়েছে কলকাতার হাওড়া স্টেশনে। এর ফলে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।
হাওড়ার ৮ নম্বর প্ল্যাটফর্ম’র একদিকে ৬২৪ জন লাল পোষাকের কুলি ও অন্যদিকে সাদা পোষাকের রেল সেবকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান।
কিছুদিন হলো রেল বোর্ড রেল সেবক নিয়োগ করেছে। তাদের হাতে ট্রলি দিয়ে দেওয়া হয়েছে। তারা সেই ট্রলিতে করে মাল নিয়ে যান। প্রতি ট্রলি পিছু তারা ৩৫ রুপি করে পান। আর লাল পোষাকে কুলিদের ৪০ কেজি মালের জন্য ৩০ রুপি করে নেওয়ার অনুমতি রয়েছে। কিন্তু তারা অতিরিক্ত টাকা যাত্রীদের কাছ থেকে নেন বলে অভিযোগ।
কুলিদের দাবি, তাদের ভাত মারছেন রেল সেবকেরা। কেন রেল কর্তৃপক্ষ তাদের হাতে ট্রলিগুলি দিল না। নতুন করে কর্মী নিয়োগ করা হল কেন। পরিবার নিয়ে এখন তারা কোথায় যাবেন?
এদিকে ভারতীয় রেলের বক্তব্য, দেশের সর্বত্র এই রেল সেবক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২