ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ২৮, ২০২১
ত্রিপুরায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণের দাবি ত্রিপুরায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণের দাবি। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): করোনা পরিস্তিতির কথা চিন্তা করে বামফ্রন্ট সমর্থিত সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি সরকারের কাছে বেশ কিছু দাবি করছে। এই দাবি সম্বলিত পোস্টার আগরতলার বিভিন্ন জায়গাতে লাগাচ্ছে।

শুক্রবার (২৮ মে) থেকে এই কর্মসূচী শুরু হয়েছে।

সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি সভানেত্রী রমা দাস বলেন, দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিনা মূল্যে প্রতিটি জনগণকে ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিনের যে সংকট চলছে তা দ্রুত দূর করতে হবে। যেসব পরিবার আয়কর দেন না তাদের মাথা পিছু প্রতি মাসে ১০ কেজি চাল বিনা মূল্যে দিতে হবে, সেই সঙ্গে প্রতি মাসে পরিবার পিছু সাড়ে সাত হাজার টাকা করে দিতে হবে। করোনা সংক্রমণ রোধের জন্য সরকারি হাসপাতালগুলোতে পরিষেবা বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ২৮, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।