ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্বাস্থ্যবিধি মেনে আগরতলায় উদযাপিত হচ্ছে ঈদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
স্বাস্থ্যবিধি মেনে আগরতলায় উদযাপিত হচ্ছে ঈদ স্বাস্থ্যবিধি মেনে আগরতলায় উদযাপিত হচ্ছে ঈদ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): সারাবিশ্বের সঙ্গে ত্রিপুরা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

বুধবার (২১ জুলাই) সকালে আগরতলাসহ রাজ্যের প্রতিটি মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

অন্যান্য বছরের মতো এ বছরও রাজধানীর শিবনগর এলাকার গেদু মিঞা মসজিদে প্রচুর লোক সমাগম হয়। তবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন সবাই।

ঈদ উপলক্ষে প্রতিবছর মসজিদ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হলেও এবছর তা করা হয়নি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।