ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আবারো মন্ত্রী হচ্ছেন সহিদ চৌধুরী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আবারো মন্ত্রী হচ্ছেন সহিদ চৌধুরী। রোববার রাজভবনে তিনি শপথ নেবেন।

শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল ডি ওয়াই পাতিল। শনিবার তাকে মন্ত্রিসভায় নিযুক্ত করার সিদ্ধান্ত হয়।

তিনি ক্রীড়া, যুব কল্যাণ এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তর পেতে পারেন বলে আশা করা হচ্ছে।

২০০৮ সালে রাজ্য মন্ত্রিসভায় প্রথম স্থান পান বক্সনগরের বিধায়ক সহিদ চৌধুরী। কিন্তু মন্ত্রী হওয়ার ১ মাসের মধ্যেই তার বিরুদ্ধে বাংলাদেশের সন্ত্রাসী মামুন মিয়ার সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠে।

এঅভিযোগের ভিত্তিতে তাকে পদত্যাগ করতে হয়। দীর্ঘ চার বছর পর আবারো মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন সহিদ চৌধুরী।

তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার তদন্ত করে সিআইডি। তবে তদন্ত করে তার বিরুদ্ধে কোন অভিযোগ খুজেঁ পায়নি সিআইডি। এরপরই মন্ত্রিসভায় তার ফেরা পাকা হয়ে যায়।

এদিকে দীর্ঘ চার বছর রাজ্যে মুসলিম সম্প্রদায়ের কোন মন্ত্রী না থাকায় সিপিএমের উপরও চাপ বাড়ছিল।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।