আগরতলা (ত্রিপুরা): নজরুল কলাক্ষেত্রে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে তিন দিনের বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন।
প্রথম দিনেই আনন্দ প্রেক্ষাগৃহে বাংলাদেশের ছবি দেখতে ব্যাপক মানুষ ভিড় জমায়। মানুষের মধ্যে উৎসাহও ছিল প্রচুর।
উদ্বোধনী দিনে দেখানো হলো তারেক মাসুদের পরিচালিত ছবি ‘মাটির ময়না’। অন্য ছবিগুলো হল খেলাঘর, জয়যাত্রা, খণ্ড গল্প, আমার বন্ধু রাশেদ ও গেরিলা। এই উৎসব সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় চলচিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক কাল থেকেই মধুর। এর নিবিড়তা আরও বাড়ানোর কথা বলেন তিনি।
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের ত্রিপুরায় এসে ছবি নির্মাণ করারও আহ্বান জানান মানিক সরকার।
বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মাহবুব সালেহ জানান, ভারতের তিনটি শহরে (দিল্লি কলকাতা ও আগরতলা) এই চলচ্চিত্র উৎসব হচ্ছে।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে দিল্লি নীতি নির্ধারণের ভুমিকা নিয়েছিল। আর কলকাতা এবং আগরতলা আমাদের সঙ্গে ছিল। ’
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২