ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফারাক্কা দিয়ে বাংলাদেশে বেশি পানি যাচ্ছে বলে মনমোহনকে চিঠি মমতার

ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

কলকাতা: তিস্তার পর এবার ফারাক্কায় গঙ্গার পানি প্রবাহ নিয়ে শুরু হল বির্তক। সোমবার মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ দিয়ে বাংলাদেশকে অতিরিক্ত পানি দেওয়ার অভিযোগ তুলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



মহাকরণ সুত্রে জানা গেছে, এই চিঠিতে বলা হয়েছে, ফারাক্কা ব্যারেজ দিয়ে গত কয়েক দিনে বাংলাদেশে অতিরিক্ত ১৩ হাজার কিউসিক পানি গেছে। কেন্দ্রীয় সরকারের ফারাক্কা ব্যারেজের দুটি গেট বিকল হয়ে পড়ায় এই অতিরিক্ত পানি পাচ্ছে বাংলাদেশ। এতে কলকাতা বন্দর এবং কলকাতা নগরীর পানী সরবরাহ ব্যবস্থা কমে গেছে।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, এই রকম একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারকে জানায় নি কেন্দ্রীয় সরকার। এর ফলে গঙ্গার পানিবণ্টন চুক্তিও লঙ্ঘিত হয়েছে।

প্রধানমন্ত্রীকে বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘন্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।