আগরতলা (ত্রিপুরা) : ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যেই লামদিং-আগরতলা ব্রডগেজ রেল লাইনের নির্মাণ কাজ শেষ হবে।
ত্রিপুরা সফরে এসে এ প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রতিনিধিরা।
ষোল বছর আগে এ রুটের ব্রডগেজ রূপান্তরের কাজ শুরু হয়েছিল। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। মুলতঃ আসামের সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যই কাজে ব্যাঘাত ঘটছে।
রেলের প্রতিনিধিরা সোমবার রাজ্যে আসেন। ঘুরে দেখেন বিভিন্ন জায়গার রেলের নির্মাণ কাজ। ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে আগরতলার সঙ্গে সব্রুমকে রেল লাইনের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন তারা।
বাংলাদেশ সময়ঃ ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২