কলকাতা : পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল দলের বনগাঁ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকদের ভুয়া পরিচয়পত্র দেওয়ার জন্য অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি সীমান্তবর্তী বনগাঁয় ১২ জন বাংলাদেশি নাগরিককে ভুয়া পরিচয়পত্র দিয়েছেন।
কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস তা খারিজ করে দিয়ে বলেছেন, ওই ১২ জন বাংলাদেশি নিজেরাই এই পরিচয়পত্র সংগ্রহ করেছেন।
অন্যদিকে উত্তর চব্বিশপরগনার জেলা প্রশাসন সেগুলো ভুয়া বলে জানান। কলকাতা হাইকোর্টে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছেন সেই ভুয়া পরিচয়পত্রগুলো জেলা পুলিশকে খতিয়ে দেখতে। সেগুলো উত্তর চব্বিশপরগনার বনগাঁর বিধায়ক দিয়েছেন, না তারা নিজেরা যোগাড় করেছে। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে।
ভারতীয় সময় : ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০১২