ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাঘ আটকাতে নাইলনের জাল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

কলকাতা: জঙ্গল থেকে খাবারে খোঁজে যাতে বাঘ গ্রামে না আসতে পারে, তার জন্য এবার নাইলনের জাল দিয়ে কোর এরিয়ার বাইরে ঘিরে দেওয়ার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গের বন দফতর।

সুন্দরবনের বসতি এলাকায় জঙ্গলের চারদিকে ঘন নাইলনের জাল লাগানো হচ্ছে।

এই জাল যাতে ঠিকঠাক থাকে তার জন্য চালানো হবে নিয়মিত নজরদারি।

সম্প্রতি আইলা ক্ষতিগ্রস্থ মানুষজনকে দেখতে সুন্দরবন সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই এ নিয়ে আলোচনা করেছেন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন ও সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডল। এ আলোচনায় ঠিক হয়েছে, ম্যানগ্রোভ বাঁচাতে, চোরাশিকারিদের বনে প্রবেশ আটকাতে এবং বন লাগোয়া গ্রামগুলোতে যাতে ঘন ঘন বাঘ ঢুকে পড়তে না পারে সেজন্য জঙ্গলের চারধারে জাল লাগানোর বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে।

বিগত বামফ্রন্ট সরকারের আমলে বনমন্ত্রক ও ব্যাঘ্র প্রকল্পের আওতায় প্রায় ৩০০ কিলোমিটার জঙ্গলের ধারে জাল লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তা শুরুও হয়েছিল। এবার সেই ব্যবস্থাকে জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার অংশের সুন্দরবনের কুলতলি থেকে উত্তর ২৪ পরগনার সামশের নগরের শেষ সীমা পর্যন্ত জঙ্গলকে জালে ঘিরে দেওয়ার কাজ শুরু করেছে বন দফতর। নোনা পানিতে জাল যেখানে নষ্ট হয়ে গেছে, তা বদলের কাজও চলছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।