কলকাতা: চার দিন ধরে চলা সিপিএমের ২৩তম রাজ্য সম্মেলন শনিবার রাতে শেষ হল কলকাতায়। সম্মেলনের শেষে নতুন রাজ্য কমিটিরও ঘোষণা করা হয়।
নতুন কমিটি থেকে বাদ পড়েছেন ২২ জন। নতুন এসেছেন ১২ জন। নতুন রাজ্য কমিটিতে এসেছেন আটজন নারী সদস্য। দলটির শুদ্ধিকরণের প্রশ্নে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন পূর্ব মেদিনীপুরের দাপুটে নেতা লক্ষ্মণ শেঠ, হুগলির নেতা অনিল বসু ও উত্তর ২৪ পরগনার নেতা অমিতাভ নন্দী।
এছাড়াও বয়সের কারণে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক বিধানসভার স্পিকার হাসিম আবদুল হালিম, বিনয় কোঙার, মানিক সান্যাল ও অজয় মুখার্জিকে।
কমিটিতে নতুন এলেন, অনাদি সাহু, সায়নদীপ মিত্র, পুলিনবিহারী বাস্কে, নেপালদেব ভট্টাচার্য, অঞ্জু করের মতো নেতানেত্রীরা। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, গৌতম দেব, রেজ্জাক মোল্লা, সূর্যকান্ত মিশ্র, দীপক সরকারসহ কয়েক নেতা আগের মতোই রাজ্য কমিটিতে রইলেন।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২