আগরতলা (ত্রিপুরা) : রাজ্যের স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে প্রচারাভিযানে নামছে ত্রিপুরার বাম দলগুলি। শুক্রবার রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এই খবর জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে— সাব্রুম পর্যন্ত ব্রডগেজ রেল, ৪ লেনের জাতীয় সড়ক, সরকারি চাকরিতে ধর্মীয় সংখ্যালঘু এবং ও বি সিদের জন্য সংরক্ষণ চালু করা, ২ টাকা কেজি দরে সবাইকে চাল অথবা গম সরবরাহ করা প্রভৃতি।
আগামী ১১ মার্চ থেকে শুরু হবে ১৪ দফা দাবিতে এই প্রচারাভিযান। বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাশ বলেছেন, ১১ মার্চ টাউন হলে হবে গণকনভেনশন। ওই কনভেনশনের মধ্য দিয়েই শুরু হবে ১৪ দফার এই আন্দোলন।
আগামী বছর ফেব্রুয়ারি মাসেই রাজ্যে বিধান সভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখেই বামফ্রন্ট আগে থেকেই ময়দানে নেমে পড়ছে। আর ১৪ দফার আন্দোলন সেই রণ কৌশলেরই এক্তি অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময় : ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২