আগরতলা (ত্রিপুরা): আগরতলায় শুরু হচ্ছে মেধা ও মননের উৎসব বইমেলা। এ বছর আগরতলা বইমেলা পা রাখছে ৩০তম বর্ষে।
২৯ ফেব্রুয়ারি ৩০তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজন ছাড়াও থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনুপম সেন।
বইমেলাকে কেন্দ্র করে এখনই রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। ছুটির দিনগুলোতে বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত।
এ বছর বই মেলাতে থাকছে ১৪৮টি স্টল। এরমধ্যা রাজ্যের ৭৬টি, কলকাতার ৫৩টি, দিল্লির ৭টি, গুয়াহাটির ১০টি এবং বাংলাদেশের একটি স্টল।
১২ দিনের এই বইমেলা পালন করা হবে বিভিন্ন দিবস হিসাবে।
বইমেলাকে কেন্দ্র করে রয়েছে সাহিত্য সংস্কৃতির আলোচনা এবং উপস্থাপনা।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২