ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে যাত্রীবাহী বাসে গুলি, আহত ২

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২

কলকাতা: একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে রোববার চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে।

এ ঘটনায় ২ জন বাসযাত্রী আহত হয়েছেন।

অপর এক যাত্রীকে দুষ্কৃতকারীরা অপহরণ করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে জঙ্গলমহলের ঝাড়গ্রামের পূর্ণখালি জঙ্গলের কাছে ঘটনাটি ঘটে। বাসটি মেদিনীপুর থেকে ধুমসার দিকে যাচ্ছিল। সে সময় বাসের ২ যাত্রী বাসচালককে  পিস্তল দেখিয়ে বাসটিকে থামিয়ে দেয়।
 
ঠিক ওই সময় মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতকারী এসে যোগ দেয়। পরে বাস থেকে ১ জনকে অপহরণ করে মোটর সাইকেলে করে দুষ্কৃতকারীরা চম্পট দেয়। যাওয়ার সময় বাসটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ২ যাত্রীর হাতে গুলি লাগে।

এদিকে, এ ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম থেকে একটি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় তল্লাশি।   প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মাওবাদীরা এ হামলার সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।