আগরতলা (ত্রিপুরা): এগারোটি শ্রমিক সংগঠনের সারা ভারতে ডাকা সাধারণ ধর্মঘটে ভালো সাড়া পড়েছে ত্রিপুরায়।
ধর্মঘটের কারণে মঙ্গলবার রাজ্যের কোনো স্কুল-কলেজ অফিস আদালত খোলেনি।
শ্রমিক সংগঠন সিআইটিইউর পক্ষ থেকে বলা হয়েছে রাজ্যে ধর্মঘট হয়েছে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ।
সংগঠনটি দাবি করেছে, শ্রমিকদের ডাকা ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সমাজের সব অংশের মানুষ। সিআইটিইউর জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছে।
এদিকে ধর্মঘটের সমর্থনে রাজ্যের কোনো মন্ত্রীর যান চালক কাজে যোগ দেননি। মন্ত্রীদের বিধানসভায় যেতে হয়েছে পুলিশের গাড়িতে চেপে।
উল্লেখ্য, এসময় রাজ্য বিধানসভার অধিবেশন চলছে। এদিন মন্ত্রী এবং বিধায়করা বিধানসভায় ঢোকার সময় বাধা দেন বিধান সভার কর্মীরা। বিধান সভার বিভিন্ন বিভাগের কর্মচারীরাও সাধারণ ধর্মঘটে সামিল হয়েছিলেন। শেষ পর্যন্ত ধর্মঘটের কারণে বিধানসভার কাজকর্মও হয়নি। ত্রিপুরায় ধর্মঘট বা বন্ধে এমন নজির আর নেই।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২