কলকাতা: কলকাতায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধর করার ঘটনায় বুধবার গ্রেফতার করা হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো আকাশ ব্যানার্জিকে।
তার অপর দুই সঙ্গী রীতেশ সিং ও অমিত মিশ্র এবং গাড়িচালককেও গ্রেফতার করা হয়েছে।
এদিন কলকাতার খিদিরপুর মোড়ে ট্রাফিক নিয়ম না মানায় ডব্লিউবি০৬ এইচ ৫৬৮৬ নম্বরের কালো রঙের টয়োটা ইনোভা গাড়িকে আটকায় পুলিশ। এরপরই গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর ভাইপো পুলিশকে মারধর করেন। অশ্রাব্য ভাষায় গালাগালিও দেন।
সেই সময় উপস্থিত ছিলেন বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের ওসি, সার্জেন্ট, কনস্টেবলসহ অন্য পুলিশ সদস্যরাও। তাদের কয়েকজনকে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এরপর গাড়িসহ আকাশ ও তার সঙ্গীদের আটক করে ওয়াটগঞ্জ থানার পুলিস।
কিন্তু অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং কালিঘাটের সুপরিচিত ৩০ বি হরিশ চ্যাটার্জি রোডের ঠিকানা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই কার্যত কিংকর্ত্যবিমূঢ় হয়ে পড়েন পুলিশ কর্মকর্তারা। এরপর আর মুখ্যমন্ত্রীর ভাইপোকে আটকে রাখার সাহস দেখায়নি পুলিস। তাদের ছেড়ে দেওয়া হয়।
কিন্তু খবর পেয়েই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে শোরগোল শুরু হয়। আকাশ ব্যানার্জির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করে তৃণমূলের জোট শরিক কংগ্রেস।
এরপর আবারও আকাশ এবং তার দুই সঙ্গীকে গ্রেফতার করে ওয়াটগঞ্জ থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি পশ্চিম বন্দর থানা এলাকার।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২