ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশকে বিক্রি করতে কোন অপত্তি নেই ত্রিপুরার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

আগরতলা(ত্রিপুরা): কেন্দ্র সম্মতি দিলে অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রি করতে কোনো আপত্তি নেই ত্রিপুরার। এ কথা ফের স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রাজ্য বিধান সভার চলতি অধিবেশনেই তিনি এ কথা জানান।

মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, পালাটানা এবং মনারচক বিদ্যুৎ প্রকল্প সম্পন্ন হলে এই দুই প্রকল্প থেকে রাজ্য পাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। তাছাড়া রাজ্যে অন্য প্রকল্পগুলি থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তাতে সব মিলিয়ে যা পাওয়া যাবে তা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এই বিদ্যুৎ দশ বছরেও রাজ্যের কোনো কাজে লাগানো যাবে না। অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতেই হবে।

মানিক সরকার বলেন, সে জায়গায় যাদের সাহায্য ছাড়া এই প্রকল্প সম্ভব হতো না, সেই বাংলাদেশকে আমরা ভুলে যাবো কি করে? পালাটানার বিদ্যুৎ প্রকল্প গড়তে বাংলাদেশের অনেক অবদান রয়েছে। তাদের কাছেই আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারি। আমাদের রাজ্যের তরফ থেকে কোনো আপত্তিই নেই।

মুখ্যমন্ত্রী বিধান সভায় জানান, আমরা নিজে থেকে বিদ্যুৎ বিক্রি করতে পারব না। কারন এতো দুই দেশের ব্যাপার। এখানে রাজ্যের কিছু করার নেই।

তিনি জানান, আমরা বাংলাদেশের নেতৃত্বকে বলেছি, আপনারা ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সাথে এ বিষয়ে কথা বলুন। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রককে এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে।

মানিক  সরকার বলেন বিষয়টি সদর্থক জায়গায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘন্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।