ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধর্ষণ নিয়ে সংবাদ পরিবেশেন আপত্তি রাজ্যপালের

কলকাতা বু্রো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১, ২০১২

কলকাতা: সংবাদমাধ্যমে ধর্ষণ নিয়ে সংবাদ পরিবেশনের পদ্ধতি নিয়ে আপত্তি জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন।

বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ধর্ষণ খুবই দুঃখজনক ঘটনা।

বাংলা নিরাপদ জায়গা ছিল কিন্তু সেই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ধর্ষণ হচ্ছে। বাইরে থেকে কেউ এসে ধর্ষণ করে চলে যাচ্ছে না। এখানেই ধর্ষণকারীরা রয়েছে।

তিনি বলেন, ধর্ষণের ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি দিতে হবে এবং পুলিশকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা রাজ্যের পরিস্থিতি এবং ধর্ষণ সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে রাজ্যপালের কাছে প্রশ্ন করলে তিনি বিষয়টিকে এড়িয়ে যান।

এম কে নারায়ণন বলেন, দায়িত্বপূর্ণ বক্তব্য প্রকাশ করা রাজ্যপালেরও কর্তব্য। ইলেকট্রনিক মাধ্যম যাতে বিষয়টি নিয়ে সেনসেশানাল নিউজ পরিবেশন না করা হয় তাও তিনি এদিন বলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।