আগরতলা (ত্রিপুরা): পরবর্তী বিধানসভা নির্বাচনের হাতে গোনা ১০ মাসেরও কম সময় বাকি। এ মুহূর্তে ত্রিপুরা রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির ছোট সরিক আইপিএফটি দলে বড়সড় ধাক্কা দিয়েছে বড় সরিক।
শনিবার (২৮ মে) ভারতীয় জনতা পার্টি এক নম্বর সিমনা মণ্ডলের উদ্যোগে সিমনার বৈরাগী পাড়া মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী রামপদ জমাতিয়া, দলের প্রদেশ কমিটির সম্পাদিকা পাপিয়া দত্ত, এক নম্বর সিমনা মণ্ডল সভাপতি যোগেন্দ্র দেবর্বমাসহ অন্যান্য নেতারা।
সভার মাধ্যমে আইপিএফটি পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেবর্বমা বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি আইপিএফটি ও তিপ্রামথা দল ছেড়ে ৬২০ পরিবারের ১ হাজার ৯২৬ জন ভোটার যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। তাদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন সভায় উপস্থিত নেতারা।
এমনিতেই গোষ্ঠী কোন্দলে জর্জরিত আইপিএফটি দল দুই ভাগে বিভক্ত হয়ে আছে। এসবের মধ্যে মঙ্গল দেববর্মার দল ত্যাগ আইপিএফটিকে সাইনবোর্ড সর্বস্ব করে নিয়েছে বলে মন্তব্য রাজনৈতিক অভিজ্ঞ মহলের।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ২৮, ২০২২
এসসিএন/আরবি