আগরতলা (ত্রিপুরা): মুসলিম অংশের মানুষের জন্য একটি নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মুসলিম সম্প্রদায়ের যে সব মেয়ে ভালো নম্বর পাবে তাদের জন্য বিশেষ একটি বৃত্তি চালু করা হচ্ছে।
মন্ত্রী জানান, বর্তমানে ২৬ হাজার ১৪৯ জন মুসলিম ছেলে-মেয়েকে বিভিন্ন ধরনের বৃত্তি দেয়া হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার দায়বদ্ধ।
বিরোধীরা নতুন বৃত্তি চালু করা প্রসঙ্গে বলেছেন, আগামী বছর রাজ্যে বিধান সভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই সরকার সংখ্যালঘু তোষণে পরিকল্পনা নিচ্ছে। কারণ, রাজ্যের ভোটারদের মধ্যে নয় শতাংশ মুসলিম সখ্যালঘু।
মন্ত্রী বাদল চৌধুরী বলেছেন, রাজ্যের ৭২টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ওই এলাকাগুলোতে মুসলিম অংশের মানুষের বসবাস বেশি। ওই এলাকাগুলোর নিবিড় উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য আলাদা টাকাও ধরা হয়েছে বাজেটে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১২