ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বাসভাড়ায় ভর্তুকি তুলে দিতে অর্থমন্ত্রকের প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০১২

নয়াদিল্লি : রাজ্যগুলোতে পরিবহন দফতরের লোকসান ঠেকাতে এবার ভারতের অর্থমন্ত্রক বাসভাড়ার ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নিতে চায়। এই ভর্তুকি দেওয়ার কারণে প্রতি বছর প্রায় ৭০০০ কোটি রুপি লোকশান হচ্ছে পরিবহন দফতর।



পেট্রোল-ডিজেলের মতো এবার থেকে বাসভাড়ার ওপর থেকেও সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকে সুপারিশ পাঠানো হয়েছে রাজ্যগুলোতে। বাজেটের পরেই তা পরিষ্কার হয়ে যাবে।

এ ব্যাপারে রাজ্যগুলোকে নির্দেশ দিতে চলেছে জাতীয় সড়ক পরিবহন ও কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতর। তারা এই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রককে সুপারিশ করবে।

এর ফলে নিয়ন্ত্রণহীন হতে চলেছে বাসভাড়া। বেসরকারিকরণের দিকে আরেক ধাপ এগোতে চায় সরকার বলে রাজনৈতিক মহলের ধারণা।

উল্লেখ্য,  আগেই সরকার তেলের দামের নিয়ন্ত্রণের ভার তেল কোম্পানিগুলোর হাতে তুলে দিয়েছিল। একইভাবে কেন্দ্র বাসভাড়ার ক্ষেত্রেও সরকারি নিয়ন্ত্রণ তুলে নিতে নির্দেশ দিতে চলেছে ইউপিএ সরকার।

ভারতীয় সময় : ১৩৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।