ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘উত্তরপ্রদেশে একাই সরকার গড়বে সমাজবাদী পার্টি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১২

নয়াদিল্লি : উত্তরপ্রদেশে সরকার গড়তে অন্য কোনো দলের সমর্থনের প্রয়োজন পড়বে না। সমাজবাদী পার্টি একাই সরকার গড়তে পারবে।

সোমবার এমনই দাবি করলেন সমাজবাদী পার্টির তরুণ নেতা তথা মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদব।

অখিলেশ বলেন, ‘আমার মনে হয় না, সরকার গড়তে অন্য কোনো দলের সমর্থনের প্রয়োজন পড়বে। আমি নিশ্চিত, আমরা একাই সরকার গড়তে পারবো। ’

উত্তরপ্রদেশে সম্প্রতি ছ’দফার ভোটপর্ব শেষ হয়েছে। বুথ ফেরত বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, ৩৪ শতাংশ ভোট পাচ্ছে সমাজবাদী পার্টি।

রাজনৈতিক মহলের মতে, ৩৪ শতাংশ ভোট পেলে একাই সরকার গড়তে পারবে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি (এসপি)।   বিগত ২০ বছরে উত্তরপ্রদেশ নির্বাচনে কোনো দল ৩৪ শতাংশ ভোট পায়নি।

যদিও নির্বাচনের আগে দলের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর তালিকা তুলে ধরা হয়নি।

কিন্তু অখিলেশ জানান, দল সরকার গড়লে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ‘নেতাজি’ (মুলায়মকে উত্তরপ্রদেশে এই নামেই ডাকা হয়)।

যদিও দলের একটি অংশ অখিলেশকেই মুখ্যমন্ত্রীর পদে দেখতে চায়।

তবে এ ব্যাপারে অখিলেশ কিছু না বললেও দলের অন্যতম নেতা শাহিদ সিদ্দিকি জানান, মুখ্যমন্ত্রী পদ নিয়ে এখনও দলের মধ্যে কোনো আলোচনা হয়নি। অখিলেশও মুখ্যমন্ত্রী পদে আসীন হতে পারেন। তাকে দলের সবাই পছন্দ করেন। নির্বাচনের ফল পাবার পরেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় সময় : ১৩৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।