ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরপূর্বাঞ্চলে কমছে বনভূমি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরায় কমছে বনভূমির পরিমাণ। সম্প্রতি ভারত সরকারের পরিবেশ মন্ত্রক সারা দেশের বনভূমির পরিমাণ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছেন।

এ ধরনের রিপোর্ট প্রতি বছরই প্রকাশ করে পরিবেশ মন্ত্রক।

এবারের রিপোর্টে দেখা গেছে, ত্রিপুরায় এক বছরে প্রায় ৯৬ বর্গ কিলোমিটার বনভূমি কমেছে। এতে বেশ আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

রিপোর্টে বলা হয়েছে, এই অঞ্চলে বনভূমি কমার মূল কারণ জুম চাষ এবং বনভূমির ওপর মানুষের বিনিয়ন্ত্রিত ব্যবহার।

২০০৯ সালে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছিল তাতে বলা হয়েছিল ত্রিপুরায় বনভূমির পরিমাণ ৭৯৭৭ বর্গ কিলোমিটার। যার অর্থ রাজ্যের মোট জমির প্রায় ৭৬ শতাংশ বনভূমি।

বর্তমানে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, আগের বছরের তুলনায় ত্রিপুরায় বনভূমির পরিমাণ কমেছে।

শুধু ত্রিপুরায় নয়, উত্তরপূর্বাঞ্চলের প্রায় প্রত্যেকটি রাজ্যে কমছে বনভূমির পরিমাণ। এই অঞ্চলে মোট বনভূমির পরিমাণ প্রায় ১ লাখ ৭৩ হাজার ২১৯ বর্গ কিলোমিটার। উত্তরপূর্বাঞ্চলের মোট জমির প্রায় ৬৭ ভাগ এই বনভূমি।

সারা দেশের মধ্যে উত্তরপূর্বাঞ্চলের জমি হলো প্রায় ৮ শতাংশ। কিন্তু গোটা দেশের ৪ ভাগের ১ ভাগ বনভূমি রয়েছে এখানে।

এবারের সমীক্ষায় দেখা গেছে, উত্তরপূর্বাঞ্চলের মধ্যে মনিপুর এবং নাগাল্যান্ডে সবচেয়ে বেশি কমেছে বনভূমির পরিমাণ। এই দুই রাজ্যে বনভূমি কমেছে যথাক্রমে ১৯০ এবং ১৪৬ বর্গ কিলোমিটার করে।

এই অঞ্চলে বনভূমি কমা চিন্তায় ফেলেছে গোটা দেশের পরিবেশ বিজ্ঞানীদেরও।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।