আগরতলা (ত্রিপুরা): আত্মসমর্পণকারী ১ হাজার ২৮৫ সন্ত্রাসবাদীকে পুনর্বাসন দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার এখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
পুনর্বাসন প্রকল্পে দেওয়া টাকার পরিমাণ বাড়ানোর দাবি রাজ্যের পক্ষ থেকে করা হয়েছে বলেও জানান মুখমন্ত্রী।
এদিন তিনি বিধান সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ১৯৯৮ সাল থেকে রাজ্যে ১২৮৫ জন সন্ত্রাসবাদীকে বিভিন্নভাবে পুনর্বাসন করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোনো একটি বিষয়ে দক্ষ করে তুলে তারপর আর্থিক সাহায্য করা হয়েছে। দেওয়া হচ্ছে বৃত্তিমূলক শিক্ষাও’।
মুখ্যমন্ত্রী বলেন, গত ১৪ বছরে রাজ্যে ১ হাজার ৭০৫ জন সন্ত্রাসবাদী আত্মসমর্পণ করেছে। ১৯৯৮ সালের পর যারা আত্মসমর্পণ করেছে, তারা কেন্দ্রীয় সরকারের ঘোষিত পুনর্বাসন প্রকল্পের আওতায়আসবে।
এই প্রকল্প অনুযায়ী প্রত্যেক আত্মসমর্পণকারী ১ লাখ ৫০ হাজার টাকা করে পুনর্বাসন অনুদান পায়।
মানিক সরকার জানিয়েছেন, পুনর্বাসন প্রকল্পে যে টাকা দেওয়া হচ্ছে, তার পরিমান বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, ‘গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম যখন ত্রিপুরায় আসেন, তখন তার সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে জানিয়েছেন’।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২