কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ল এক ব্যক্তি। শুধু তাই নয়, চুপচাপ রাতভর পাঁচিলের ভেতরেই ঘাপটি মেরে কাটিয়ে দিল ব্যক্তিটি।
‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘটা এমন কাণ্ডে অবাক প্রশাসন। যদিও বিপজ্জনক কিছু ঘটেনি। তবে প্রশ্ন চিহ্ন থেকে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে।
জানা যায়, শনিবার (৩ জুন) মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গঙ্গার পাড়ের দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে এক ব্যক্তি। দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির গন্ডীর মধ্যে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভেতরে ঢোকার পর আর ওই ব্যক্তিটি নড়াচড়া করেনি। রাতভর একজায়গায় বসেছিলেন তিনি। এরপর সকালে তার দেখা মিলতেই হইচই পড়ে যায়।
তড়িঘড়ি তাকে আটক করেন নিরাপত্তাকর্মীরা। কালীঘাট থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে পুলিশের সদর দফতর লালবাজার থানায় পাঠিয়ে দেয়। দফায়-দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। শুধু তাই নয়, আটক ব্যক্তির মানসিক পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। তবে রোববার বিকেল পর্যন্ত কোনো বলার মতো কোনো তথ্য পাওয়া যায়নি ওই ব্যক্তির কাছ থেকে। জানা যায়, শুরু হবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ।
লালবাজারের তরফে জানানো হয়েছে, এক ব্যক্তি সন্দেহজনকভাবে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে। পরে নিরাপত্তারক্ষীদের নজরে এলে ওই ব্যক্তিকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে মুখ্যমন্ত্রীর বাড়ি এবং ওই এলাকার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
ভিএস/এসএ