কলকাতা: ভারতে ক্যান্সার রোগীদের জন্য সুখবর। প্রায় তিন লাখ রুপির ক্যান্সারের ওষুধ এখন পাওয়া যাবে মাত্র আট হাজার ৮৮০ রুপিতে।
সোমবার ভারত সরকার লিভার ও কিডনির ক্যান্সারের ওষুধ ‘নেক্সাভার’ তৈরি এবং বিক্রির অনুমতি দিয়েছে হায়দারাবাদের সংস্থা ন্যাটকো ফার্মাকে। ভারতীয় পেন্টেন্ট আইনের ৮৪ নম্বর ধারায় ওই অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলেই ওষুধটির দাম ৩০ গুণেরও বেশি কমে গেলো।
নেক্সাভার-এর পেটেন্ট রয়েছে জার্মান বহুজাতিক ওষুধ সংস্থা বেয়ার কর্পোরেশনের। ভারতীয় পেটেন্ট অফিস জানিয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার টিআরআইপিএস চুক্তি মোতাবেক ওই অনুমতি দেওয়া হয়েছে। ‘কম্পালসরি লাইসেন্স’ হিসাবে হায়দারাবাদের ওষুধ কোম্পাটি ‘নেক্সাভার’ তৈরি এবং বিক্রি করতে পারবে।
তবে ভারত সরকারের ওই উদ্যোগে হতাশ জার্মান বহুজাতিক ওষুধ সংস্থা বেয়ার কর্পোরেশন। তারা বলেছে, ভারতে নিজেদের মেধাসত্ত অধিকার কীভাবে রক্ষা করা যায়, তা পর্যালোচনা করে দেখা হবে।
জার্মান বহুজাতিক ওষুধ সংস্থা বেয়ার কর্পোরেশনের তৈরি ‘নেক্সাভার’ ভারতে বিক্রি হয় ২ লাখ ৮৪ হাজার রুপিতে। ১২০ ট্যাবলেট প্যাকের জন্য ক্যান্সার রোগীদের খরচা করতে হয় এই বিপুল পরিমাণ অর্থ।
হায়দারাবাদের সংস্থাটি ওষুধটি বানালে ওই ১২০ প্যাক কিনতে খরচ হবে আট হাজার ৮৮০ রুপি।
কন্ট্রোলার অফ পেটেন্টস পিএইচ কুরিয়েন জানিয়েছেন, ওষুধটির বিক্রি বাড়ানোর জন্য বেয়ার কিছুই করেনি।
বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি মোতাবেক জনস্বাস্থ্য রক্ষায় কোনও দেশের সরকার অন্য সংস্থাকে ‘কম্পালসরি লাইসেন্স’ দিতেই পারে। এর জন্য পেটেন্ট-মালিক সংস্থার অনুমোদনের প্রয়োজন হয় না।
ন্যাটকো ফার্মা সরকারি পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, রোগক্লিষ্ট ভারতীয় জনগণ এতে উপকৃত হবেন। ওষুধ কিনতে পারবেন ক্ষমতার মধ্যে থাকা দামে। ওই নির্দেশ এ ক্ষেত্রে নয়া রূপরেখা তৈরি করল।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২