ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বঙ্গবন্ধুর ৭ মার্চের স্মৃতিতে কলকাতায় আবৃত্তির সিডি প্রকাশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১২
বঙ্গবন্ধুর ৭ মার্চের স্মৃতিতে কলকাতায় আবৃত্তির সিডি প্রকাশ

কলকাতা: বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মৃতিতে বুধবার কলকাতায় প্রকাশ হলো ‘বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান’ নামে একটি আবৃত্তির অডিও সিডি।

বুধবার সকাল ১১টায় কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে এ অডিও সিডিটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার।



এতে উপস্থিত ছিলেন সিডির পরিচালনা ও কণ্ঠদানকারী ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সম্পাদক বাচিক শিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু, বঙ্গবন্ধু পরিবারের সদস্য রত্না চৌধুরীসহ উপ-হাইকমিশনের কর্মকর্তারা।

এই অডিও সিডিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ মোট ১৯টি কবিতার আবৃত্তি রয়েছে। এটির প্রকাশক কলকাতার ফোরর্থ ডাইমেনশান। দাম ১২৫ রুপি।

বাংলাদেশ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘের এই সিডিটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।