কলকতা: দোলের দিন জুয়া খেলাকে ঘিরে বচসা, আর তার জেরে গুলিবিদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার এক যুবক।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম তন্ময় নন্দী।
আশংকাজনক অবস্থায় আহতকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।
জানা গেছে, বৃহস্পতিবার দোলের দিন জুয়ার আড্ডা বসে স্থানীয় ক্লাবের মধ্যে। সেখানে জুয়া খেলাকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা। এসময় সেখান দিয়ে বন্ধুদের সঙ্গে যাচ্ছিলেন স্থানীয় ওই যুবক। ঝামেলার মধ্যে এক যুবক ধাক্কা মারলে প্রতিবাদ করেন তন্ময়।
এরপরই তাকে মারধর করা হয়। কাচের বোতল দিয়ে মাথায় মারা হলে তিনি মাটিতে পড়ে যান। এরপরই ভীষ্ম বৈরাগী নামে এক ব্যক্তি তাকে পরপর ২টি গুলি করেন। গুলি লাগে তার মাথা ও গলায়।
এরপরই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় জনতা ভাঙচুর চালায় ক্লাবটিতে। ঘটনাস্থলে পুলিশ পৌছলে তাদেরও ঘিরে ধরে প্রতিবাদ জানানো হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভীষ্ম বৈরাগী, চন্দন চক্রবর্তীদের নেতৃত্বে স্থানীয় ক্লাবটিতে জুয়ার আড্ডা বসে। এদের মধ্যে চন্দন তৃণমূলকর্মী বলে এলাকায় পরিচিত. স্থানীয় রবীন্দ্রনগর থানায় বারবার এ বিষয়ে অভিযোগ জানানো হলেও কাজ হয়নি।
মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক মমতাজ বেগম জানিয়েছেন, দলের কেউ এ ঘটনায় জড়িত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় মূল অভিযুক্ত ভীষ্ম বৈরাগীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২