আগরতলা (ত্রিপুরা) : ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। ওই দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে।
কিন্তু মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার রয়েছেন দিল্লিতে। গত ৮ মার্চ থেকে সিপিআই (এম) পলিটব্যুরোর বৈঠক শুরু হয়েছে। ১২ মার্চ তার আগরতলায় ফেরার কথা।
গত বছর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানেও বিশেষ আমন্ত্রিত হিসাবে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এ বছরও ২৬ মার্চ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। জানাগেছে ২৪ মার্চ থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে।
সে সময় ত্রিপুরায় বিধানসভার অধিবেশন চলবে। তারপর এপ্রিলের একদম শুরুতেই কেরালায় হচ্ছে পার্টির ২০তম কংগ্রেস।
ফলে এ দুই কর্মসূচির মধ্যে তালমিল বজায় রেখে মানিক সরকার ঢাকার আমন্ত্রণে বাংলাদেশ যান কিনা তা এখনো নিশ্চিত নয়।
তবে আগরতলায় মুখ্যমন্ত্রীর দপ্তর এবং সিপিএম’র জ্যেষ্ঠ সদস্যরা কেউ এ ব্যাপারে মুখ খুলতে চাননি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১২