ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্বের অর্থনৈতিক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াবে ভারত : রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

নয়াদিল্লি: সোমবার শুরু হয়েছে ভারতের সংসদের বাজেট অধিবেশন। যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হয় এদিন।

১৪ তারিখে রেল বাজেট। ১৫ তারিখে অর্থনৈতিক সমীক্ষা। ১৬ তারিখ সাধারণ বাজেট পেশ করা হবে।

এদিন প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদ স্বাভাবিকভাবে চালানোর জন্য সব দলের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি বিরোধীদের সঙ্গে সবরকম আলোচনার আশ্বাস দিয়েছেন।

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল না করায় তারা যথেষ্ট চাপ রয়েছে। জোট সঙ্গী তৃণমূল সারে ভর্তুকি কমানো ও পেট্রোলের দাম বৃদ্ধির বিরুদ্ধে ইউপিএ সরকারের বিরোধিতা করবে বলে জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কি ধরনের বাজেট পেশ করেন সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহল।

এদিন বাজেট অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি প্রতিভা পাতিল বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দা রয়েছে। যার ফলে ভারতেও তার প্রভাব পড়েছে। তবে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। চলতি বছরেই জিডিপি হার ফের ৮-৯ শতাংশে পৌঁছবে। ।

এদিন যৌথ অধিবেশনের দীর্ঘ ভাষণে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি।

তিনি বলেন, শিক্ষায় অধিক গুরুত্ব, উচ্চশিক্ষা গ্যারান্টি অথরিটি তৈরি, ২০১২-১৩ সালের মধ্যে ৮৫ লাখ নাগরিককে শিক্ষিত করে তোলা, দারিদ্র্য ও নিরক্ষরতা দূরীকরণে সরকার উদ্যোগ নিয়েছে।

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি বলেন, শিশু মৃত্যুর হার কম, প্রসবকালীন মৃত্যু কমেছে, দেশ থেকে পোলিও প্রায় নির্মূল, রাষ্ট্রীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের সুফল, ৬০ কোটি পরিবারকে স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে।

পরিষেবাক্ষেত্র তিনি বলেন, খাদ্য উৎপাদনের খবরাখবর এসএমএসে মিলবে, গণবণ্টনে কমপিউটারাইজড ব্যবস্থা, দৃষ্টিহীণদের জন্য চালু বিশেষ শাখা, ২০ লাখ জনসংখ্যার শহরে চালু মেট্রোরেল, রেলের আধুনিকীকরণ, শহরে গৃহহীণদের জন্য নতুন প্রকল্প।

নতুন আইন নিয়ে তিনি বলেন, কালো টাকা উদ্ধারে কঠিন আইন, কালো টাকা উদ্ধারে তদন্ত দেশে ও বিদেশে, দুর্নীতি রুখতে ই-গভর্নেস প্রক্রিয়া চালু, সর্ব ক্ষেত্রে দুর্নীতি দমনের বিশেষ ব্যবস্থা, অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এনসিটিসি করা হয়েছে।

দেশের উৎপাদন নিয়ে তার প্রস্তাব, তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর উপর জোর, বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগী সরকার,পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের চেষ্টা খাদ্য-মুদ্রাস্ফীতি কমেছে, সংরক্ষণ নিয়ে তার প্রস্তাব, সংখ্যালঘুদের জন্য ৪.৫ শতাংশ সংরক্ষণ।

বেকারত্ব দূরীকরণ নিয়ে বলেন, আগামী বছর ৫০ লক্ষ বেকারের কর্মসংস্থান, শহরগুলোতে রোজগার মিশন চালু, সকলকে আয়ের সুযোগ দিতে উদ্যোগী সরকার।

বিল ও কৃষিঋণ নিয়ে বলেন, নির্দিষ্ট জমি অধিগ্রহণ বিল পেশ হবে, কৃষকদের ৩ শতাংশ সুদ, কৃষিঋণ শোধ করলে সুদের ছাড়, খাদ্য সুরক্ষা বিল আনবে সরকার।

অন্যান্য বিষয়গুলো নিয়ে বলেন, জিডিপি আবার ৮-৯ শতাংশে পৌঁছবে, জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনের সরকারের সাফল্য ও আগের তুলনায় ভূস্বর্গে অবস্থার উন্নতি হিংসাকে মানবিকতা দিয়ে বন্ধ করেছে সরকার।

এদিকে, চলতি বাজেট অধিবেশন কেমন যাবে তার কিছুটা আন্দাজ পাওয়া গেল এদিন রাষ্ট্রপতির ভাষণ প্রদানকালে।   যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্য চলাকালীন বিরোধীদের হই-হট্টগোলে সভাকক্ষ কিছুক্ষণের জন্য উত্তাল হয়ে উঠে।

তবে ভাষণ শেষে বাজেট অধিবেশন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সব রাজনৈতিক দলের কাছেই আবেদন রাখেন রাষ্ট্রপতি।

ভারতীয় সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।