কলকাতা: জঙ্গলমহলের লালগড়ের টেসাবাঁধ এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করছে সিআরপিএফ জওয়ানরা।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীন ত্রিপাঠি জানিয়েছেন, সোমবার সারারাত ধরে সিআরপিএফ জওয়ানরা লালগড়ের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালায়।
এতে টেসাবাঁধ এলাকা থেকে ২টি ল্যান্ডমাইন, ২টি ওয়ান শাটার পিস্তল, ১টি নষ্ট এসবিবিএল রাইফেল, ৬টা ফ্লাশ গান, কিছু কাগজপত্রসহ কয়েকটি চিঠি, ৬টা অ্যালুমিনিয়াম পাউচ এবং ১টি নীল রঙের মোটরবাইক উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরক ও ল্যান্ডমাইনগুলো নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এই মোটরবাইকে চেপে মাওবাদীরা এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতো। বাইকটির নম্বর দেখে তার মালিকের খোঁজ চলছে।
এদিকে, ওই টেসাবাঁধ এলাকায় মাওবাদীরা ঘাঁটি গড়ার চেষ্টা করছিল, না আগেই মাওবাদীরা অস্ত্রগুলো ওই অঞ্চলে রেখেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকায় তল্লাশি জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২