আগরতলা (ত্রিপুরা) : পুলিস কনস্টেবলের দান করা দু’ চোখের কর্নিয়ায় পৃথিবী দেখবেন অন্য দু’জন।
গত ১২ মার্চ মারা যান পুলিশ কনস্টেবল যতীন্দ্র চন্দ্র নাথ।
১২ মার্চ তিনি মারা যাবার পর তার বাড়ির লোকজন দেখা করেন আগরতলার আই জি এম হাসপাতালের চোখের চিকিৎসকদের সঙ্গে।
মারা যাবার কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসকরা গিয়ে যতীন্দ্র চন্দ্র দাসের চোখ দু’টির কর্নিয়া সংগ্রহ করে আনেন।
আই জি এম হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই দু’টি কর্নিয়া অন্য দু’জন একশ শতাংশ দৃষ্টিহীন মানুষকে দেওয়া হয়েছে। বুধবারই যতীন্দ্র চন্দ্র দাসের কর্নিয়া দু’টি ওই দু’জনের চোখে লাগানো হয় অপারেশন করে। কিন্তু চিকিৎসকরা ওই দু’ দৃষ্টিহীনের নাম প্রকাশ করেননি। তারা জানিয়েছেন, কারা চোখ পেলেন, এটা গোপন রাখা হয়।
সাধারণ পুলিশকর্মীর এ মহৎ দানে অনেকেই উদ্বুদ্ধ হবেন বলেও মনে করছেন চিকিৎসকরা।
বাংলাদেশ সময় : ১৯২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২