ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নন্দীগ্রামের ২৪টি পরিবারকে ৩ লাখ রুপি দেওয়ার ঘোষণা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

কলকাতা : নন্দীগ্রাম আন্দোলনে যুক্ত থাকা নিহত ও নিখোঁজ ২৪টি পরিবারকে ৩ লাখ রুপি করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বুধবার কৃষক দিবসে নন্দীগ্রামে ২০০৭ সালে ১৪ মার্চ পুলিশের গুলিতে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি।



মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই টাকা বরাদ্দ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও সিঙ্গুর আন্দোলনেযুক্ত থাকা ১৪টি পরিবারের প্রত্যেকটিকে ১ লাখ রুপি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি সরকারি উদ্যোগে নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল ও কৃষক বাজার তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, নন্দীগ্রামের জমিরক্ষার আন্দোলনই ছিল তৃণমূলের ক্ষমতায় আসার সূত্রপাত। জমিকে কেন্দ্র করে নন্দীগ্রামে শুরু হয়েছিল আন্দোলন। রাস্তা কেটে, গাছ ফেলে যোগাযোগ ব্যবস্থাকে রুদ্ধ করে চলে সেই আন্দোলন।

তৈরি হয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। নেতৃত্বে ছিলেন শেখ সুফিয়ান, আবু তাহের, শুভেন্দু অধিকারীর মতো নেতারা। নন্দীগ্রামের জমি কেন্দ্রিক আন্দোলন থেকেই পায়ের তলায় জমি পায় তৃণমূল। ধীরে ধীরে আসে পরিবর্তন। বিপুল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল ।

বাংলাদেশ সময়  : ০১৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।