আগরতলা (ত্রিপুরা) : ইপিএফের সুদ হ্রাসের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরী। তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।
কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার এক লাফে ইপিএফের সুদ ৯ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ২৫ শতাংশ করেছে।
বাদল চৌধুরী বলেন, সাধারণ বাজেটের আগে এ ধরনের সিদ্ধান্ত খুবই অমানবিক ও অন্যায়।
তিনি বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করে সাধারণ শ্রমিক, কর্মচারী কেন্দ্রের এই প্রকল্পে টাকা জমান। এতে সুদ কমিয়ে দিলে গরীব মধ্যবিত্ত অংশের মানুষ সমস্যায় পড়বেন। কেন্দ্রের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ সময় : ১২৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর