কলকাতা: ভারতে ২ জন ইতালীয় পর্যটককে অপহরণ করলো মাওবাদীরা। উড়িশ্যার রাজ্যের কন্ধমল জেলায় তাদের অপহরণ করা হয়।
স্থানীয় পুলিশ জানান, একটি অডিও টেপ প্রকাশ করে ২ ইতালীয় পর্যটককে অপহরণের দায় স্বীকার করা হয়েছে মাওবাদীদের পক্ষ থেকে। তবে অপহৃত ইতালীয় পর্যটকদের নাম এখনও জানানো হয়নি।
ওই অডিও টেপে ইতালীয় পর্যটকদের মুক্তির বিনিময়ে রাজ্য সরকারের কাছে ১৪ দফা দাবি করেছেন মাওবাদী শীর্ষনেতা সব্যসাচী পণ্ডা। রাজনৈতিক বন্দিদের মুক্তি ও ‘অপারেশন গ্রিনহান্ট’ বন্ধ করার দাবিও রয়েছে ওই দাবিগুলোর মধ্যে।
মাওবাদীদের অভিযোগ, ওড়িশ্যার জঙ্গলে উপজাতীদের আপত্তিকর ছবি তুলছিলেন ওই ২ ইতালীয় পর্যটক।
উল্লেখ্য, এই প্রথম কোনও বিদেশি পর্যটককে অপহরণ করলো মাওবাদীরা।
এর আগে গত বছর শেষবার এই রাজ্যের মালকানগিরির কালেক্টর আর ভি কৃষ্ণকে অপহরণ করা হয়েছিল। কালেক্টরকে মুক্তির বিনিময়ে তাদের সব দাবি উড়িশ্যা সরকার মেনে নেওয়ার পর এক সপ্তাহ পরে আর ভি কৃষ্ণকে মুক্তি দেয় মাওবাদীরা।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
আরডি
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর