ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ময়নাগুড়িতে ট্রাক-বলেরোর মুখোমুখি সংর্ঘষে নিহত ৭

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

শিলিগুড়ি: দ্রুত গতিতে চলা ট্রাক ও বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার গভীর রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির ময়নাগুড়ির রানিহাটে।

ঘটনায় ট্রাকের চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীররাতে শোলবাড়ি থেকে একটি বলেরো গাড়ি রানিহাটে ফেরার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িটিতে থাকা ১২ জন যাত্রী একটি শ্রাদ্ধবাড়ি থেকে ফিরছিলেন।

অস্বাভাবিক গতিতে চলা বলেরো গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে দ্রুত গতিতে আসা ট্রাকটিকে ধাক্কা মারার পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। ঘটনাস্থলেই বলেরোর ৪ যাত্রীর মৃত্যু হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে ৩ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক ২ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়; ১২১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
আরডি

সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।