ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অবরোধের জের, ট্রেন থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

বারাসাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

বারাসাত: স্টেশনে অবরোধের জেরে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক ছাত্রীর। সোমবার সকালে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে।

মৃত ছাত্রীর নাম প্রিয়াঙ্কা সিনহা।

বারাসাত যাত্রীদের অবরোধের জেরে সকাল থেকেই রেল পরিষেবা বন্ধ ছিল বনগাঁ শাখায়। ট্রেনে উঠেও মাঝরাস্তায় আটকে পড়েন বহুযাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেসময়েই ট্রেনে প্রচণ্ড ভিড়ের চাপেই ট্রেন থেকে পড়ে যান প্রথম বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।  

এদিন বারাসত স্টেশনে টানা দেড়ঘণ্টা ট্রেন অবরোধের জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। হাসনাবাদ লাইনে মেরামতের জন্য সোমবার থেকে ৫ দিনের জন্য বারাসত লোকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এরই জেরে সোমবার সকাল ৮টা থেকে সাড় ৯টা পর্যন্ত ট্রেন অবরোধে সামিল হন ক্ষুব্ধ যাত্রীরা। অবরোধের জেরে সকাল থেকেই ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বনগাঁ শাখায়। ট্রেনে উঠেও মাঝপথে আটকে পড়েন বহু যাত্রী। চরম অসুবিধার মধ্যে পড়েন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

আরডি/
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।