আগরতলা (ত্রিপুরা) : আগরতলাস্থিত ভিসা অফিসে সোমবার ডেপুটেশন দিল রাজ্যের বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি। এ সময় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্মাননার নামের তালিকা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাদ দেওয়ার দাবি জানান।
সোমবার আগরতলার বয়স্ক কয়েকজন ভিসা অফিসে ঢোকার আগে জানান, মানিক সরকারের কোনো অবদান নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে। তবু তাকে বাংলাদেশ সরকার সম্মান দেবার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে তারা ভিসা অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছে।
রাজ্য সরকার এবং সিপিএমের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল , বাংলাদেশ সরকার কাকে সম্মাননা জানাবে এটা তাদের নিজস্ব ব্যাপার। এতে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর কিছু করণীয় নেই।
শনিবার ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে এর প্রতিবাদে আগরতলাস্থিত বাংলাদেশ ভিসা অফিস ঘেরাও করেন কংগ্রেস সমর্থকরা।
প্রায় এক ঘণ্টার এই ঘেরাওয়ে কংগ্রেস সমর্থকরা এর প্রতিবাদে স্লোগান দেন এবং ভিসা অফিসের সামনে কালো পতাকা প্রদর্শন করেন।
এদিকে শহরের অন্য এক শ্রেণির মানুষ, লেখক, বুদ্ধিজীবী এসবের বিরুদ্ধে সরব হয়েছেন। তারা বলেছেন, এ ধরনের আন্দোলন সংকীর্ণতার সামিল।
উল্লেখ্য, আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বাংলাদেশ সময় : ০৩৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১২
তন্ময় চক্রবর্তী/এসএম
সম্পাদনা : সুমন মজুমদার, নিউজরুম এডিটর